নিজস্ব প্রতিবেদন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। অস্ট্রেলিয়া সফরেও টি-টোয়েন্টি সিরিজে নেই মহেন্দ্র সিং ধোনি। আপাতত লম্বা সময়ের বিশ্রামে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাম্প্রতিককালে ফর্মেও নেই তিনি। কিন্তু তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। কেরলে ভারতীয় দলের ম্যাচে স্টেডিয়ামের বাইরে তাঁর বিরাট কাটআউট বসান মাহিভক্তরা। ভক্তদের কথা তিনিও ভাবেন। তাই তো নিজের নিরাপত্তার কথা না ভেবে তাঁর খুদে ভক্তের সঙ্গে হাত মেলালেন এমএসডি।
আরও পড়ুন - আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করতে চায় হরমনপ্রীতরা
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের গাড়িতে বসে এক খুদে ভক্তের আবদার মেটাচ্ছেন মাহি। খুদে ভক্তকে ছেড়ে গাড়িতে এগিয়ে যাওয়ার আগে তার সঙ্গে হাতও মেলান ধোনি।
RT msdfansofficial: Man with Golden Heart.
— DASA(@dasa_____) November 13, 2018
Just look at the way, he is adoring his little fan.
msdhoni SaakshiSRawat#MSDhoni #Dhoni #mahiway pic.twitter.com/WpByIlp0hi